তিন রাস্তার মাঝখানে বাঁশি হাতে দাঁড়িয়ে যানবাহনের শৃঙ্খলায় কাজ করছেন তিনি। মাঝে মধ্যে বাঁশিতে ফুঁ দিয়ে নির্দিষ্ট পথে যান চলাচলের আহ্বান জানাচ্ছেন। কখনও গাড়ির জটলা বেঁধে গেলে নিজেই গাড়ির পেছনে হাত লাগিয়ে সহযোগিতা করছেন। গত এক সপ্তাহ ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের ব্যস্ততম এলাকা সড়ক বাজারের যানজন নিরসনে কাজ করছেন যুবলীগ নেতা মো. জুয়েল রানা। সকাল থেকে বিকাল পর্যন্ত তীব্র গরমে মাথার ঘাম পায়ে ফেলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন তিনি।
জুয়েল রানা আসন্ন আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী। একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর এভাবে রাস্তার দাঁড়িয়ে যানজন নিরসনে কাজ করার বিষয়টি সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
জানা গেছে, পবিত্র মাহে রমজানে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে মানুষের উপস্থিতি বেড়ে গেছে। নতুন জামা কাপড়, জুতো কেনাসহ দৈনন্দিন অন্যান্য কেনাকাটার জন্য সড়ক বাজারে হঠাৎ করে সাধারণ মানুষের সমাগম বেড়ে গেছে। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় এসব মানুষ শহরে আসছে। একে তো সরু রাস্তা। তার ওপর বাড়তি গাড়ির চাপে প্রায়ই বাজারে যানজটের সৃষ্টি হয়। এমন অবস্থায় যানজন নিরসন ও জনসচেতনার লক্ষ্যে মাঠে নামেন যুবলীগের কয়েকজন নেতা। ১৫ রোজার পর থেকে সড়কের শৃঙ্খলায় কাজ করছেন তারা। এদের মধ্যে জুয়েল রানাও রয়েছেন।
মো. ইয়াছিন নামে বাজারের এক ব্যবসায়ী বলেন, যানজন নিরসনের জন্য পরিকল্পিত উদ্যোগ দরকার। জনপ্রতিনিধিরা হবে জনগণের সেবক। যানজন নিরসনে কাজ করায় ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানাকে সাধুবাদ জানাই।
জানতে চাইলে জুয়েল রানা বলেন, 'ছোট বেলা থেকেই আমি মানুষের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ হই। প্রতি বছরই রমজান মাসে সড়ক বাজারে যানজটমুক্ত রাখতে কাজ করি। জনগণের ভালোবাসায় আমি ভাইস চেয়ারম্যান হতে পারলে পৌরসভার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাজারের যানজন নিরসনে পরিকল্পিত উদ্যোগ নেব।'