মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১

নবাবগঞ্জে ৫ টাকায় ঈদ বাজার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০
নবাবগঞ্জে ৫ টাকায় ঈদ বাজার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সততা ফাউন্ডেশনের উদ্যোগে শোলস্না ইউনিয়নের শোলস্না উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ৫ টাকায় ঈদ বাজার স্থাপন করে ফাউন্ডেশনটি।

'থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়'- এই সেস্নাগানে রোববার সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত দুইশ' পঞ্চশ পরিবার পাঁচ টাকা দিয়ে চার কেজি চাল, এক কেজি করে চিনিগুড়া চাল, চিনি, লবণ, হুইল পাউডার, দুই কেজি পেঁয়াজ, দুই প্যাকেট সেমাই, এক প্যাকেট নুডুলস, কাপড় ধোয়া সাবান, গোসলের সাবান ও ছয়টি ডিম কেনে সততা ফাউন্ডেশনের ঈদ বাজার থেকে।

এই ঈদবাজারে প্রবাসীরা, ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী, সরকারি-বেসরকারি চাকরিজীবীরা সহযোগিতা করেন।

সততা ফাউন্ডেশনের সদস্য আলীনূর ইসলাম মিশু বলেন, দুস্থ গরিব মানুষের পাশে থাকা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, বয়ষ্কদের মুখে হাসি ফোটানো, বেকারদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, এতিমদের মুখে হাসি ফোটানোর জন্যই এই সততা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা হয়।

আরেক সদস্য হৃদয় জানান, 'আমাদের মূল উদ্দেশ্য খাবারের পাশাপাশি বছরে প্রতিটি গ্রাম থেকে কয়েকটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দারিদ্র্যতা দূর করা।'

সুবিধাভোগী পারুল বেগম জানান, 'আমার মতো অনেক পরিবারের মধ্যে শিশু থেকে শুরু করে বয়ষ্কদের সেমাই চিনিসহ প্রতিটি পরিবারকে ঈদের নতুন জামা দিয়েছিল তারা।'

এলাকাবাসী নাসির হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগ, করোনার সময় ৩০০ পরিবারকে চিনিগুড়া চাল, ভাতের চাল, মসুর ডাল, সয়বিন তেল, চিনি সেমাই ও একশ' পঞ্চাশজন পথিকের মধ্যে ইফতার বিতরণ করেছিলেন তারা।

সুবিধাভোগী কমলা আক্তার জানান, 'দুই বছর ধরে তারা আমাদের ১ কেজি করে গরুর মাংস, পোলার চাল ও সেমাই বাসায় পৌঁছে দিয়ে আসত। কিন্তু আজ আমি ৫ টাকায় অনেক কিছু ঈদের বাজার করতে পেরে খুশি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে