পারকি সমুদ্রসৈকতকে আধুনিকায়নে মেগা প্রকল্প হাতে নিচ্ছে সরকার :অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্রসৈকতে বারুনী স্নান কার্যক্রম পরিদর্শন করেন অর্থ প্রতিমন্ত্রী -যাযাদি
অর্থ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, বিশ্বে বাংলাদেশের মতো ধর্মনিরপেক্ষ এমন রাষ্ট্র আরেকটি নেই। বঙ্গবন্ধু শিখিয়েছেন 'ধর্ম যার যার রাষ্ট্র সবার।' এ দেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যেক ধর্মের মানুষ অংশগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শুধু চট্টগ্রামের নয়, সারাদেশের উন্নয়ন করছেন। তিনি আগামী একশ' বছরের পরিকল্পনা নিয়ে এ উন্নয়ন কাজ করছেন। পারকি সৈকতকে আধুনিকায়ন করতে মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পে বারুনী স্নানে কার্যক্রমের জন্য জমি বরাদ্দ রাখার চেষ্টা করব। চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্রসৈকতে মধুকৃষ্ণা ত্রয়োদশিতে শনিবার শ্রী শ্রী চন্ডী পাঠ গঙ্গা পূজা গীতা পাঠ ও পুষ্পযোগ্য মহাপ্রসাদ আর্স্বাদন এবং আলোচনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, এতদিন সরকারি চাকরিজীবীরা শুধু চাকরি শেষে পেনশন পেতেন। এখন প্রধানমন্ত্রী সবার কথা চিন্তা করে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। বৃদ্ধ বয়সে কোনো পিতা-মাতাকে সন্তানের দিকে চেয়ে থাকতে হবে না। উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কলেস্নাল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজীব কুমার দেবনাথের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রবা পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রদীপ দত্ত কনক, ডাক্তার সন্তোষ কুমার দে, আওয়ামী লীগ নেতা আবুল বশর, আজিজুল হক আজিজ, শহীদ চেয়ারম্যান, নাজিম উদ্দিন চেয়ারম্যান প্রমুখ। দেড়শ' বছর আগে পারকি জলদাস পাড়ায় বারুনী স্নান শুরু হয়। বিগত ১৯ বছর ধরে বারুনী স্নান উদযাপন কমিটির উদ্যোগে পারকি সমুদ্রসৈকতে কার্যক্রম চলে আসছে। পারকি সৈকতে বারুনী স্নানে আয়োজিত সভায় আলোচনা সভা শেষে অর্থ প্রতিমন্ত্রী বারুনী স্নান কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালের ভাঙন, বেড়িবাঁধ ও চরপাথরঘাটা নয়াহাট ব্রিজ পরিদর্শন করেন।