মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্য নিয়ে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে স্টার হোপ ফাউন্ডেশন নামে একটি সংগঠন। যাত্রার প্রথম দিনে মমতার হাসি প্রজেক্টের অর্ধশতাধিক উপকারভোগীকে ঈদ উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারে ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্টার হোপ ফাউন্ডেশনের সভাপতি উদীয়মান তরুণ ব্যবসায়ী সুরুজামান সরকার (অর্নব)। এ সময় তিনি বলেন বলেন, সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা খাদ্য ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নে আমরা এই উদ্যোগ নিয়েছি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নুর জাহিদ মোমেন। এ সময় আইনজীবী ফারুক আহমেদ, সাবেক ব্যাংকার বজলুর রশিদ, বিশিষ্ট সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ মুসা, সাংবাদিক আব্দুলস্নাহ আল আমীন, স্টার হোপ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুলস্নাহ আল মাসুদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আহমেদ জামিল লিফাত, দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ, তরুন উদ্যোক্তা মাসুম জামান প্রমুখ উপস্থিত ছিলেন।