ব্যানার ছেঁড়ার প্রতিবাদে কেশবপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ব্যানার ছেড়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম -যাযাদি
যশোরের কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। রোববার দুপুরে কেশবপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌর শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পাঁচটি গেট তৈরি করা হয় এবং ২১টি ঈদগাহে গেট, প্যান্ডেল নির্মাণ কাজ চলমান। উক্ত গেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, শেখ হেলাল উদ্দিন এমপি এবং পৌর মেয়রের ছবি সংবলিত প্যানা লাগানো হয়। তবে ৬ এপ্রিল জেলা পরিষদের সদস্য টিপু সুলতান ও জনৈক রকিসহ ১০ থেকে ১৫ জন ওই ব্যানার ছিড়ে ফেলে। এ সময় ডেকোরেটর মালিক পবিত্র সাহা, ঠিকাদার মুরানাইজানেন জুয়েল ও পৌরসভার ট্রাক ড্রাইভার নাজমুল হোসেনকে ডেকে নিয়ে মারধর করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই কর্মকান্ডে জড়িতদের অবিলম্বে আটকের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোশাররফ হোসেন, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, শেখ কাউন্সিলর আতিরার রহমান, আব্দুল হালিম মোড়ল, খাদিজা বেগম প্রমুখ।