রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সোমালিয়ার জলদসু্যদের হাতে জিম্মি প্রকৌশলীর পরিবারে ঈদ উপহার

বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
সোমালিয়ার জলদসু্যদের হাতে জিম্মি প্রকৌশলীর পরিবারে ঈদ উপহার

সোমালিয়ার জলদসু্যদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুলস্নাহর প্রধান প্রকৌশলী নওগাঁর এ এস এম সাইদুজ্জামানের বাবা আবদুল কাইয়ুম। তার বাড়ি নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ এলাকায়। এবার আবদুল কাইয়ুমের বাড়িতে নেই ঈদের আনন্দ। ছেলেকে ফিরে পাওয়ার আশায় গুনছেন প্রহর। ভারত মহাসাগরে জলদসু্যদের হাতে জিম্মি এ এস এম সাইদুজ্জামানের পরিবারে ঈদ উপহার নিয়ে সাক্ষাৎ করেছেন নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা।

বৃহস্পতিবার বিকালে সাইদুজ্জামানের স্ত্রী, পিতা, মাতা ও শিশু কন্যা সন্তানের খোঁজ নেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইদুজ্জামানের শিশু কন্যার জন্য ঈদের নতুন জামা উপহার দেন জেলা প্রশাসক। এছাড়াও রমজানে পরিবারের প্রতি খাদ্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

উপহার সামগ্রী গ্রহণ করে সাইদুজ্জামানের বাবা সাবেক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম জানান, জেলা প্রশাসক সরকারের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি যে সমবেদনা জানিয়েছেন, তাতে সরকারের প্রতি তারা কৃতজ্ঞ।

জেলা প্রশাসক গোলাম মওলা জানান, সকলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে জিম্মি নাবিকরা যেন অতি তাড়াতাড়ি ফিরে আশে পরিবারের মাঝে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে