শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, যারা সমাজের পিছিয়ে আছে তাদের যেন আমরা এগিয়ে নিতে পারি। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন একটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল অর্থনীতি বিরাজ থাকে। এ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেইভাবে এগিয়ে যাওয়ার জন্য এবং আগামীর বাংলাদেশ যাতে প্রতিটা মানুষের উন্নয়নে দেশের সরকার ব্যবস্থা কাজে লাগে সেজন্য দোয়া করবেন।
গত শুক্রবার বিকালে চট্টগ্রামের চন্দনাইশে 'চন্দনাইশ সমিতি চট্টগ্রাম'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, চন্দনাইশে যারা নানা কারণে পিছিয়ে আছে তাদের যেন এগিয়ে নিয়ে যেতে পারে সে লক্ষে চন্দনাইশ সমিতি পিছিয়েপড়াদের কল্যাণে কাজ করছে। সামনে আরও কাজ করবে আশা করছি। দলমত নির্বিশেষে চন্দনাইশবাসীর সবার মধ্যে যেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যাতে স্থাপিত হয় এই দোয়া করি।
উপজেলা সদরস্থ কাশেম মাহবুব উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপত্তিব করেন সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী। ট্রাস্টি সেক্রেটারি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামেলা খানম রূপা, ভাইস চেয়ারম্যান সোলায়মান ফারুকী, ইউএনও মাহমুদা বেগম, ট্রাস্টি চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, প্রধান উপদেষ্টা ডাক্তার শাহাদাত হোসেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌর মেয়র আলহাজ্ব লোকমান হাকিম, সিভিল সার্জন ওয়াজেদ চৌধুরী অভি, সহকারী কমিশনার ভূমি ডিপেস্নামেসি চাকমা, উপজেলা আ'লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম, অধ্যাপক ডক্টর আব্দুল গফুর, অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক তৈয়বুর রহমান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে আব্দুল মন্নান, আরশাদ উলস্নাহ, চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, চেয়ারম্যান আব্দুল আলীম, আমিন আহমদ চৌধুরী রোকন, খোরশেদ বিন ইসহাক, খোরশেদুল আলম, পৃষ্ঠপোষক সদস্য তৌহিদুল আলম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুন্না প্রমুখ।