শেখ হাসিনা জনগণের বিষয়ে খুবই তৎপর
-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, 'আজকের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরাধিকারী শেখ হাসিনা জনগণের বিষয়ে খুবই তৎপর। গত সপ্তাহে আমি যখন কালিয়াকৈরের ফুলবাড়িয়া, বোয়ালী ও মধ্যপাড়ায় শিলাবৃষ্টির সংবাদ পেলাম তখন রাষ্ট্রীয় কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই ছিলাম। আমি তাকে শিলাবৃষ্টির ক্ষতির কথা জানানোর সঙ্গে সঙ্গেই তিনি তাৎক্ষণিক মুখ্য সচিবকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। ইতোমধ্যে উপজেলায় সাড়ে ১৭শ' বান টিন ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে।'
শনিবার উপজেলার মধ্যপাড়া ইউনয়নের ঠেঙ্গার বান্দ সরকারি প্রথমিক বিদ্যালয়ে মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণের আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি উলেস্নখ করেন, 'যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, পাকিস্তান আমলে এ দেশ কী ছিল, আমরা কী ছিলাম, আজ ৫৪ বছর পরে কী হয়েছে। গত সপ্তাহে যে প্রলয় হয়ে আপনাদের ক্ষতি সাধিত হয়েছে, সেই ক্ষতি আসলে পূরণ করা সম্ভব নয়। আপনাদের লাখ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার হয়তো আপনাদের সর্বোচ্চ বিশ হাজার টাকা দিতে পারে। তার পরও সরকার আপনাদের পাশে থেকে সহয়তা করে যাচ্ছে। আপনারা সব সময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, ভবিষ্যতেও পাশে থেকে দেশের উন্নয়নের জন্য সরকারকে সহযোগিতা করে যাবেন।'
অনুষ্ঠানে উপজেলার মধ্যপাড়া, ফুলবাড়িয়া ও বোয়ালী ইউনিয়নের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে নগদ তিন হাজার টাকা ও এক বান ঢেউটিন বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের সভাপতিত্ব্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রহমত আলী, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, আওয়ামী লীগের নেতাকর্মীসহ কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সাংবাদিকরা।