রংপুরে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন করায় রংপুরে দুটি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে উপ-কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন রং ব্যবহার করে লাচ্ছা সেমাই, বিস্কুট তৈরি ও প্যাকেটজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছামীম আকবরিয়া লাচ্ছা সেমাই প্রতিষ্ঠানের মালিক ফেরদৌস আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণের ভেজাল সেমাই। অপরদিকে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করে মিষ্টি তৈরির অপরাধে রংপুর মিষ্টি ভান্ডার কারখানার মালিক ফুল মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করে অভিযানিক দল। সেখানে মিষ্টিতে ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিক ধ্বংস করা হয়।