ডেঙ্গু নিয়ে ১১ জন হাসপাতালে ভর্তি

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃতু্য হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন একজন ডেঙ্গু রোগী। এর বাইরে ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে দুজন রোগী ভর্তি হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২২ জন। কেবল জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃতু্য হয়েছে। আর ফেব্রম্নয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃতু্য হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃতু্য হয়েছে।