রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সুজানগরে ইউএনও মীর রাশেদুজ্জামানের যোগদান

সুজানগর (পাবনা) প্রতিনিধি
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
পাবনার সুজানগরে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন নবাগত ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ -যাযাদি

পাবনার সুজানগরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মীর রাশেদুজ্জামান রাশেদ। বুধবার সকালে তিনি পদোন্নতি পেয়ে ইউএনও হিসেবে প্রথম সুজানগর উপজেলায় যোগদান করেন।

এর আগে তিনি মৌলভীবাজারের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। পরে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মাস ও কুমিলস্নার বরুড়া উপজেলায় সাড়ে চার মাস ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, 'সরকারের আদেশ নির্দেশ পালন করাই আমার কাজ। সুজানগর উপজেলার জনগণের ভালোর জন্য কাজ করবো। আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন।'

তিনি আরও বলেন, 'একজন ইউএনও কখনো একা সফল হতে পারে না বা একা ব্যর্থ হতেও পারে না। সকলে সহযোগিতা করলেই এখানে সফলতা বা ব্যর্থতা আসবে। বাংলাদেশ সরকার জনগণের ভালোর জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।'

সাংবাদিকদের উদ্দেশ্যে ইউএনও বলেন, 'উপজেলার যে কোনো সংবাদের ক্ষেত্রে আমাকে একটু জানাবেন। আপনাদের সঙ্গে নিয়েই কাজ করে এগিয়ে যেতে চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে