খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ
প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
বরিশাল অফিস
খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের বরিশাল অঞ্চলের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল নগরীতে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সবার মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার প্রয়াসে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবিরের নেতৃত্বে সুবিধাবঞ্চিত মানুষদের একটি করে উপহারসামগ্রীর ব্যাগ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম ও কৃষিবিদ হীরামন লালসহ বিভিন্ন পেশায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন, বরিশাল অঞ্চলের সদস্যরা।
সেবা ও মানবতার এ অনন্য আয়োজনের সমন্বয়করা হলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম, বরিশাল বাংলালিংকের ম্যানেজার ওয়াহিদুজ্জামান, ফরেস্ট অফিসার তন্ময় দে এবং কৃষি কর্মকর্তা মারজিন আরা মুক্তা।