গৌরীপুরে ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিনকে বরখাস্ত

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্বল নারীদের সুবিধা কার্যক্রমের চাল বিতরণে অনিয়ম, সরকারি কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী মালামাল ছিনিয়ে নিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে বরখাস্ত করা হয়। সোমবার স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের ইউপি শাখা-১ সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেলের বিরুদ্ধে উলিস্নখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। তাই অপরাধ সংঘটিত করায় উলিস্নখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সালাহ্‌উদ্দিন রুবেল বলেন, 'আমি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিব।' উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ জানান, ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন রুবেলের সাময়িক বরখাস্তের চিঠি ১ এপ্রিল বিকেলে হাতে পেয়েছি।'