পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়া গাবতলী ও দিনাজপুরের ঘোড়াঘাটে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
গাবতলী (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়া গাবতলীতে চাল বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু।
বুধবার উপজেলার নেপালতলী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও নুসরাত জাহান বন্যা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। এ সময় ইউপি সচিব আবু জাকারিয়াসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে এই কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাবেন ২১ হাজার ৯৮৮ জন কার্ডধারী।
বুধবার উপজেলার বুলাকীপুর ইউনিয়নের পাঁচ হাজার ৭৫৫ জন কার্ড ধারীর মধ্যে চাল বিতরণ শুরু করেন ইউপি চেয়ারম্যান ছদের আলী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আহাসানুল হক সরকার, ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা সহকারী পলস্নী উন্নয়ন অফিসার এটিএম রাকিবউজ্জামান ও ইউনিয়ন পরিষদের সদস্যসহ অনেকে।
এ বিষয়ে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া জানান, পৌরসভাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারের উপস্থিতিতে হতদরিদ্র অসহায় কার্ডধারী মানুষের মধ্যে এসব চাল বিতরণ করা হবে।
উলেস্নখ্য, এ বছর ঘোড়াঘাট পৌরসভায় ১৫,৪০০ মে. টন, সিংড়া ইউনিয়নে ৬১,৪৫০ মে. টন, বুলাকীপুর ইউনিয়নে ৫৭,৫৫০ মে. টন, পালশা ইউনিয়নে ৫,৬৭০ ও ঘোড়াঘাট ইউনিয়নে ২৮,৮১০ মে. টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সিংড়া ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে চাল দেওয়া হয়েছে।