তিন জেলার সড়কে আরও ৩ জনের মৃতু্য
ফটিকছড়িতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভাইয়ের মৃতু্য
প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভাইয়ের মৃতু্য হয়েছে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টরের চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়াও রংপুরের পীরগাছা ও গাজীপুরের শ্রীপুরে সড়কে আরও দুইজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, বোনের শ্বশুর বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ভাইয়ের মৃতু্য হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে হাটহাজারির নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক হলেন- ফটিকছড়ির সুন্দরপুর ইউপির মো. ফারুক ও সমিতিরহাট ইউনিয়নের মো. মিরাজ। তারা দুজনে সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।
প্রত্যক্ষদর্শীদের মতে, ফুফাতো বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে হাটহাজারীর নয়াহাট এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিরাজ ও ফারুক মারাত্মক আহত হলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই যুবককে স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে বেপরোয়া বালু বোঝাই ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াকুব আলী নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার রাজনগর এলাকায় মাধবপুর-মনতলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের মজিদ আলীর ছেলে।
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর প্রতিনিধি জানান, রংপুরের পীরগাছায় গাছের সঙ্গে ধাক্কা লেগে আজাদুল ইসলাম (২২) নামে এক মোটর সাইকেলের আরোহী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের ভক্তের বাজার এলাকার কাইয়ূম মুন্সীর ছেলে।
এতে অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মোটর সাইকেলে দুজন ছিলেন। দুর্ঘটনায় একজন নিহত ও অন্যজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে অটোভ্যান উল্টে জাকির হোসেন (৪৫) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত জাকির হোসেন (৪৫) শ্রীপুর পৌর এলাকার উজিলাব মধ্য পূর্বপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে অটোভ্যান চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ওই সড়কের ভাংনাহাটি কাইচ্চাগড় এলাকায় পৌঁছাতেই তার ভ্যান উল্টে সড়ক থেকে ছিটকে পড়ে। এতে সড়কের ওপর পড়ে বুকে আঘাত পান জাকির হোসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স পাঠানো হয়। পরে অবস্থা খারাপের দিকে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিজের ভ্যান উল্টে নিজেই মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃতু্য হয়েছে।'