সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

তথ্য-ন্যায্য সমাজ গঠনে এগিয়ে আসুন : সোনিয়া কুইপ

  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
তথ্য-ন্যায্য সমাজ গঠনে এগিয়ে আসুন : সোনিয়া কুইপ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সোনিয়া কুইপ সঠিক ও মানসম্মত তথ্য প্রবাহের মাধ্যমে একটি তথ্য-ন্যায্য সমাজ গঠনের আহ্বান জনিয়েছেন। গতকাল সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত 'বাংলাদেশে সামাজিক ও ডিজিটাল মিডিয়ার ঝুঁকি : উত্তরণের উপায়' শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। ইউআইইউ'র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সচেতনতা তৈরির মাধ্যমে বিশেষ করে তরুণ সমাজকে সামাজিক ও ডিজিটাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার সম্পর্কে উদ্বদ্ধ করে এ মাধ্যমকে জনকল্যাণে ব্যবহার করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইইউ'র এমএসজে বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম ও একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মারিও হিয়ারস্টেইন এবং স্যাকমিডের উপ-পরিচালক সৈয়দ কামরুল ইসলাম। ডিজিটাল যুগে অপতথ্য বিস্তারের ফলে উদ্ভূত নানামুখী প্রতিকূলতার ওপর আলোকপাত করেন শিক্ষাবিদ, গবেষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, উন্নয়ন কর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, প্রশিক্ষকসহ বিশিষ্ট অতিথিরা। বাকস্বাধীনতার সীমাবদ্ধতা, ঘৃণামূলক বক্তব্য, অপতথ্য ও গুজব ছড়ানো- এ চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় সাইবার নিরাপত্তা আইনের মতো আলোচিত আইনসমূহের ভূমিকাও আলোচনায় প্রাধান্য পায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি এডভাইসর নামিয়া আখতার এবং স্যাকমিডের ট্রাস্টি বোর্ডের সদস্য নাজার-ই-জিলানী। ইউআইইউ'র জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তানসির বিলস্নাহ; সিনিয়র সাংবাদিক ও সহযোগী অধ্যাপক এম মাহবুব আলম; সাংবাদিক প্রশিক্ষক ও শিক্ষক রফিকুজ্জমান; প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাংবাদিক প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন; ফ্যাক্ট চেক বিশেষজ্ঞ শুভাশীষ দাস; ইউআইইউ'র ইমাম মুফতি সফিকুল আলম মাহমুদ, সাংবাদিক, তরুণ নেতা, উন্নয়ন কর্মী প্রমুখ অনুষ্ঠানে আলোচনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে