চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় ডাকাতিয়ার নদীর তীরে মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলার কর্মযজ্ঞের কাজ দ্রম্নত এগিয়ে যাচ্ছে। প্রতিদিন সকাল থেকে মাঠের প্রস্তুতির কাজ চলছে।
আগামী ১০ এপ্রিল এই মেলার কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে শুরু হলেও আগামী ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
এই প্রথমবারের মতো ডাকাতিয়া তীরভূমিতে মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
প্রতিদিন মেলার মঞ্চে থাকছে চাঁদপুরের অর্ধশতাধিক সাংস্কৃতিক ও নাট্যসংগঠনের পরিবেশনা। এছাড়াও সাহিত্যিকদেরও এই মেলায় ব্যাপক কর্মকান্ড রয়েছে। ইতোমধ্যে সংগঠনগুলো ব্যাপক তৎপর হয়ে উঠেছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থাকছে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান।
মেলার কার্যক্রমের প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছেন চাঁদপুর পৌরসভার মেয়র জিলস্নুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ প্রেস ক্লাব নেতারা।
মাসব্যাপী মেলার সার্বিক দায়িত্বে রয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী ও বর্তমান ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু।