কচুয়ায় দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় দৈনিক ভোরের আকাশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাইনবোর্ড ক্লিনিকের মালিক শরীফ তুহিন মাহমুদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার রাড়ীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শরীফ তুহিন মাহমুদ কচুয়া উপজলার রাড়ীপাড়া গ্রামের আবুল বাসার শরীফের ছেলে। শরীফ তুহিন জানান, 'মাজেদা বেগম কৃষি কলেজের পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্রসহ প্রতিপক্ষ দুর্বৃত্তরা আমার বাড়িতে গিয়ে আমার ওপর এ হামলা করে। এ সময় হামলাকারীরা আমার সঙ্গে থাকা নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা আমাকে ফেলে পালিয়ে যায়।' উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, আহত রোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাক, মুখ ও মাথা থেকে রক্তক্ষরণ হয়েছে। কচুয়া থানার ওসি মহসীন হোসেন বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'