সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

রামপালে বিষ প্রয়োগ করে মাছ লুট

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
রামপালে বিষ প্রয়োগ করে মাছ লুট

বাগেরহাটের রামপালে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাষ্টবাড়িয়ায় মনিরুজ্জামান ফকির তার নিজ এলাকায় বাড়ির পুকুরসহ ৩টি মৎস্য খামার করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। তার বাড়ির সামনে দুটি পুকুর ও জাকিরের বাড়ির সামনে ১৫ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে তার।

ওই ঘেরে মানিকনগর গ্রামের তানভীর শেখ, ইসলাম শেখ, তারিকুল শেখ, ছেঁকেন শেখসহ অজ্ঞাত ৪-৫ জন চোর গত বৃহস্পতিবার রাতে বিষ প্রয়োগ করে। এরপর তারা মাছ ধরে বস্তায় পুরতে থাকা অবস্থায় মনিরুজ্জামান ফকির তাদের ধরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে চোরেরা মাছ নিয়ে পালিয়ে যায়।

রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, 'লিখিত অভিযোগ পাওয়া গেছে।

তদন্ত শুরু করেছি। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে