সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বিলাসপুরে বোমার আঘাতে নাড়ি-ভুঁড়ি বের হওয়া আহত যুবকের মৃতু্য

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
বিলাসপুরে বোমার আঘাতে নাড়ি-ভুঁড়ি বের হওয়া আহত যুবকের মৃতু্য

প্রায় ৫ দিন চিকিৎসাধীন থাকার পরে অবশেষে মারা গিয়েছে বিলাসপুরের সংঘর্ষের ঘটনায় বোমের আঘাতে নাড়ি-ভুঁড়ি বের হয়ে গিয়ে গুরুতর আহত সজিব মুন্সি (২৫)। সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সজিব মুন্সি মারা যান বলে জানায় তার পরিবার।

নিহত সজিব মুন্সির পরিবার সূত্রে জানা যায়, টানা ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সজিবের শারীরিক অবস্থা ভালো-মন্দের মধ্য দিয়েই যায়। তবে সোমবার হঠাৎ সজিবের অবস্থা ক্রমশই খারাপ হতে থাকলে রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে ভোর রাতের দিকে সজিব মুন্সি মারা যান। এর আগের দিন সজিব মুন্সি তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে বেশি অসুস্থতার কথা জানিয়ে দোয়া চেয়ে একটি পোস্ট করেছিলেন।

উলেস্নখ্য, প্রায় দুই বছর মোটামুটি শান্ত থাকার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর। যার ফলে গত ২৮ মার্চ রাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিলাসপুর ইউনিয়নের মিয়াচান মুন্সী কান্দি এলাকার মোহাম্মদ আলী মুন্সির ছেলে সজিব মুন্সি হাতবোমার আঘাতে পেটের নাড়ি-ভুঁড়ি বেরিয়ে গুরুতর আহত হন।

পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক ঢাকায় পাঠান। মৃতু্যর আগ পর্যন্ত আহত সজিব মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সজিব মুন্সি আহত হওয়ার ৫ দিন পেরোলেও সেই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ বলছে একটি হত্যা মামলা করা হবে।

জাজিরা থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সজিব মুন্সি মারা যাওয়ার পর এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রেখেছি। সুতরাং প্রতিপক্ষের বাড়িতে কোনো ধরনের লুটতরাজ বা ভাঙচুরের সুযোগ নেই। সজিব মুন্সির মৃতু্যতে মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে