দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে সমাজের নিম্ন আয়ের মানুষ ঈদ মার্কেটে গিয়ে নতুন জামা কাপড় কিনতে পারছে না। নিম্ন আয়ের মানুষের সেই স্বপ্ন কিছুটা পূরণে ভূমিকা রেখেছেন আবুল কাশেম ফাউন্ডেশন। মাত্র ১০ টাকায় দরিদ্র অসহায় মানুষদের নতুন জামা কাপড় কেনার ব্যবস্থা করে দিয়েছে ফাউন্ডেশনটি।
বড়দের পোশাক থেকে শুরু করে ছোটদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি, সালোয়ারসহ মেয়েদের বিভিন্ন রকমের পোশাক কিনছেন ১০ টাকার বাজার থেকে।
মঙ্গলবার সকালে পাবনার সুজানগরের আবুল কাশেম পস্নাজার দোতলায় আবুল কাশেম ফাউন্ডেশনের আয়োজনে ১০ টাকার ঈদ বাজার বসেছে। এমন উদ্যোগে হাসি ফুটেছে অনেক দরিদ্র পরিবারের মুখে। ঈদ বাজারের উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, এনএ কলেজের অধ্যাপক আবুল হাশেম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।