সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

রাজারহাট ও ডুমুরিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় বৃদ্ধাসহ দুইজন নিহত

স্বদেশ ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
রাজারহাট ও ডুমুরিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় বৃদ্ধাসহ দুইজন নিহত

কুড়িগ্রামের রাজারহাটে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃতু্য হয়েছে। এছাড়া খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে, প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃতু্য হয়েছে। মৃত বৃদ্ধার নাম প্রমিলা দেবী (৭০)। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক দেউপাড়া গ্রামের মৃত রামচন্দ্র বর্মণের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার রাজারহাট-নাজিমখান সড়কের ব্র্যাক মোড়ে দ্রম্নতগামী একটি মোটর সাইকেল আসছিল। এ সময় প্রমিলা দেবী (৭০) নামের এক বৃদ্ধা সড়ক পারাপারের সময় ধাক্কা লাগে পাকা সড়কে পড়ে যায়। মোটর সাইকেল চালকও মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে। দুজনে গুরুত্বর আহত হয়। এলাকবাসী ছুটে এসে রক্তাক্ত আহত দুজনকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে প্রমিলা দেবী মারা যায়। মোটর সাইকেলের চালক মনির রায়ের ছেলে সুজনের (২৮) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার সকালে বিষয়টি রাজারহাট থানার ওসি (তদন্ত) ওয়াহেদ আলী নিশ্চিত করেছেন।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় হাবিবুলস্নাহ (২৩) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে এবং মোটর আরোহী নিহত হাবিবুলস্নাহের আপন ভাই খলিলুলস্নাহকে (২২) মুমূর্ষু অবস্থায় খুমেক হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চুকনগর-যশোর সড়কে বাদুড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। হাবিবুলস্নাহ বাদুড়িয়া গ্রামের মুফতি আব্দুস সবুর হুজুরের ছেলে। হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, যশোরগামী একটি প্রাইভেটের ধাক্কায় মোটর সাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়ে আপন দুই সহোদর। এর মধ্যে ঘটনাস্থলে হাবিবুলস্নাহর মৃতু্য হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন খলিলুলস্নাহের অবস্থা ঝুঁকিপূর্ণ বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে