ইন্দুরকানীতে 'বস্তা পদ্ধতিতে চাষ' প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে বস্তা পদ্ধতিতে আদা, হলুদ ও মেটে আলু চাষ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাহেদুর রহমান।
মঙ্গলবার উপজেলার দুটি আশ্রয়ণ এলাকা ঘুরে নিজ হাতে বস্তায় হলুদ ও আদা লাগিয়ে সবাইকে অনুপ্রাণিত করেন।
এর আগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইনোভেশন পদ্ধতি বিভিন্ন মসলা চাষে বিভাগীয় পর্যায় দ্বিতীয় স্থান অধিকার করায় কৃষি বিপস্নব ঘটানোর জন্য তিনি ছুটে আসেন প্রান্তিক পর্যায়।
সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরের পাশের খালি জায়গায় বস্তায় আদা ও হলুদ এবং মেটে আলুচাষ করার জন্য বলেন। এই পদ্ধতি দ্রম্নত সবার মাঝে ছড়িয়ে দিতে জেলা প্রশাসক নিজের হাতে বস্তায় আদা ও হলুদ রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুবক্কর সিদ্দিকী, কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।