সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

টঙ্গীতে অপবাদের বিরুদ্ধে কাউন্সিলরের প্রতিবাদ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
টঙ্গীতে অপবাদের বিরুদ্ধে কাউন্সিলরের প্রতিবাদ

টঙ্গীবাজারে পরিত্যক্ত 'সোনাভান বিপণি বিতান ভবনে ঝুঁকি নিয়ে ব্যবসা' শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে উলেস্নখ করা হয়েছে, ওই মার্কেটে স্থানীয় কাউন্সিলর আলহাজ মো. গিয়াসউদ্দিন সরকারের দোকান রয়েছে, সে সুবিধা ভোগ করছেন এবং মার্কেটটি ভাঙতে বাধা দিচ্ছেন। ওই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার। শনিবার বিকালে টঙ্গীবাজার সোনাভান বিপণি বিতানের দোকান মালিক সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে কাউন্সিলর গিয়াস বলেন, টঙ্গীবাজার সোনাভান বিপণি বিতান মার্কেটে আমার কোনো দোকান নেই এবং আমার চৌদ্দগোষ্ঠীর নামেও কোনো দোকান নেই, উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, সোনাভান বিপণি বিতানের দোকান মালিক সমিতির সভাপতি হানিফ মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি ইমরান চৌধুরী, সাংবাদিক মহিউদ্দিন সরকার, কালিমুলস্নাহ ইকবালসহ এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে