নাটোরের বাগাতিপাড়ায় সংসদ সদস্যের পদ বাতিলের দাবিতে এবং খাগড়াছড়ির দীঘিনালায় তিন মুসুলিস্নর জন্য মসজিদ নির্মাণ বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি জানান, প্রকাশ্যে দুর্নীতি করে ভোটের খরচ তোলার ঘোষণায় আলোচিত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামী লীগের একাংশের নেতারা।
সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মালঞ্চি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শরিফুর ইসলাম, পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম মিলন, যুব মহিলা লীগের নেত্রী সুফিয়া বেগম প্রমুখ।
উলেস্নখ্য, নাটোরের লালপুর উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নির্বাচনে খরচের এক কোটি ২৬ লাখ টাকা দুর্নীতি করে তোলার প্রকাশ্যে ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন সংসদ সদস্য আবুল কালম আজাদ।
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপির মধ্যবেতছড়ি সামাজিক মসজিদ বাদ দিয়ে সরকারের ৬০ লাখ টাকা ব্যয়ে একটি সংগঠনের তিন মুসলিস্নর জন্য মসজিদ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মধ্যবেতছড়ি এলাকাবাসী। সোমবার মধ্যবেতছড়ি বাজারে এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন মধ্যবেতছড়ি সমাজের সভাপতি মো. মিলন ডাক্তার, ইউপি সদস্য নাজমুল হোসেন তারা, আবদুল খালেক, পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মো. সাদ্দাম হোসেন, জাহিদ হাসান, শাহ জালাল, মো. সফিক প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ তুলে বলেন, অর্থের অভাবে মধ্যবেতছড়ি বাজার মসজিদ সংস্কার হচ্ছে না। একশ' গজের মধ্যে তিনটি মসজিদ থাকা সত্ত্বেও রাজারবাগের দুই-তিনজন অনুসারীর জন্য আরেকটি মসজিদ স্থাপন করতে ৬০ লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। এদিকে মধ্যবেতছড়ি গোরস্থানপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদের আওতায় দুইটি সমাজ মিলে প্রায় ছয়শ' পরিবার বসবাস করে। প্রয়োজনীয় এলাকার মসজিদের নাম কেটে অপ্রয়োজনীয় স্থানে দুই-তিনজনের জন্য মসজিদ নির্মাণ বন্ধ করাসহ প্রয়োজনীয় এলাকায় মসজিদ নির্মাণের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন বক্তারা।