সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

পলাশবাড়ীতে অধিগ্রহণকৃত সম্পত্তির টাকার দাবিতে রাজপথে ক্ষতিগ্রস্তরা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
পলাশবাড়ীতে অধিগ্রহণকৃত সম্পত্তির টাকার দাবিতে রাজপথে ক্ষতিগ্রস্তরা

ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র নুনিয়াগাড়ি মৌজার অধিগ্রহণকৃত জমি-স্থাপনার টাকা দীর্ঘদিনেও না পেয়ে আন্দোলনে নেমেছেন ক্ষতিগ্রস্ত জমি-স্থাপনা মালিক ও ব্যবসায়ীরা।

রোববার দুপুরে চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

সুরুজ হক লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জালাল উদ্দীন, মশিউর রহমান, ফরহাদ মন্ডল, মোস্তাফিজুর রহমান ইভেন, সুমন সরকার, আজিজার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, 'যথারীতি নিয়মমাফিক আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে। আমরাও জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে নিজ খরচে আমাদের স্থাপনা সরিয়ে নিয়েছি।

কিন্তু দীর্ঘদিন ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় টাকার জন্য ঘুরে কোন ফল মিলছে না। আমাদের দিচ্ছি বলে নানাভাবে হয়রানি করা হচ্ছে। জমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের কাছে ৫% হারে উৎকোচ দাবি করছেন।

তারা আরও বলেন, 'অনেক জমি মালিকের সবটুকু জমিসহ স্থাপনা অধিগ্রহণ করা হয়েছে। আজ তাদের মাথা গোঁজার মতো ঠাঁই নাই। তারা মানবেতর জীবনযাপন করছেন। এমনকি অদৃশ্য কারণে এ মৌজাস্থ কর্মহীন হয়ে পড়া সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিপূরণের টাকাও আটকে রাখা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে