প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৪, ০০:০০

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজনের নিহতের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুত্তালিব হোসেন বাবর। রোববার দুপুরে নিয়ামতপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মুত্তালিব হোসেন বাবর বলেন, 'উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাসমাসপুর আড্ডা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গত ২৪ মার্চ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনা নিয়ে কয়েকটি বেসরকারি টেলিভিশন ও স্থানীয় পত্রিকায় আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। প্রকৃতপক্ষে মারামারির ওই ঘটনার সঙ্গে আমার কোনোভাবে সম্পৃক্ততা নেই।' তিনি আরও বলেন, 'প্রকাশিত সংবাদে উলেস্নখ করা হয়, আমার নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। সে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টা করেছি।'