সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ আইন সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
বাংলাদেশ আইন সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আইন সমিতির আয়োজনে পবিত্র কোরআন শরিফ খতম, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন চত্বরে বাংলাদেশ আইন সমিতির সভাপতি মনজুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহা. মাহফুজুর রহমান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, আইন অনুষদের অধ্যাপক ড. সীমা জামান, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উলস্নাহ। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোলস্না মো. আবু কাওসার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিমন্ডলী, সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি, সরকারের বিভিন্ন দপ্তরের সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা ও দায়রা জজ, বিচারিক কর্মকর্তা, সিনিয়র অ্যাডভোকেট ও সরকারের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে