বেরোবি শিক্ষার্থীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৪, ০০:০০

বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। পরে পুলিশের আশ্বাসে অবোরোধ তুলে নেন শিক্ষার্থীরা। শনিবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, লালবাগ মোড় থেকে অটোরিকশায় করে আসছিল। পথে আগে থেকেই অটোতে বসে থাকা অজ্ঞাত চার-পাঁচজন কারমাইকেল কলেজিয়েট স্কুলের সামনে তার পেটে ছুরি ঠেকিয়ে টাকা দাবি করেন। এ সময় তার কাছে টাকা না থাকায় তার ফোন ছিনিয়ে নেয়। বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শ মেহেদী হাসান খান মারুফ বলেন, 'ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা রাতেই অভিযান চালিয়েছি। একজন ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। যত দ্রম্নত সম্ভব অপরাধীদের ধরা হবে।' এ বিষয়ে প্রক্টর শরিফুল ইসলাম বলেন, 'আমরা বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দিয়েছি। তারা জানিয়েছেন লালবাগ থেকে মডার্ন মোড় পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় আনার প্রক্রিয়া চলছে।