ঝড়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে টিনের চালে, আহত ৩

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৪, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে একটি নির্মাণাধীন ৮ম তলা ভবনের দেওয়ালের কিছু অংশ ধসে নিচের টিনের চালের উপর পড়েছে। রোববার সকালে নগরীর দক্ষিণ ছায়াবীথি মাধববাড়ি এলাকায় সুলতান হাছিনা টাওয়ারে এ ঘটনা ঘটে। এতে টিনের ঘরের চাল, এঙ্গেল ভেঙ্গে গিয়ে ঘরে খাঁটের উপর পড়েছে। এ সময় ঘরের ভেতর খাঁটে ঘুমিয়ে থাকা এক দম্পতি ও তাদের এক শিশু সন্তান আহত হয়েছেন। পরে তাদের স্বজনরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে স্থানীয় সিদ্দিকুর রহমানের স্ত্রী রত্না আক্তার (৩৪) ও ছোট ছেলে আব্দুর রহমান আউফ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় এবং বাড়ির মালিক সিদ্দিকুর রহমানকে (৫০) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে ভবনমালিক আবু সাদেক দোলন জানান, 'প্রটেকশন ছিল যা ঝড়ে দূরে নিয়ে গেছে। এটি একটি দুর্ঘটনামাত্র। আমি তাদের চিকিৎসা নিয়ে হাসপাতালে ব্যস্ত আছি।' সদর থানার ওসি রাফিউল করিম রাব্বী জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।