সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

ঝড়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে টিনের চালে, আহত ৩

গাজীপুর প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
ঝড়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে টিনের চালে, আহত ৩

গাজীপুর মহানগরের হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে একটি নির্মাণাধীন ৮ম তলা ভবনের দেওয়ালের কিছু অংশ ধসে নিচের টিনের চালের উপর পড়েছে। রোববার সকালে নগরীর দক্ষিণ ছায়াবীথি মাধববাড়ি এলাকায় সুলতান হাছিনা টাওয়ারে এ ঘটনা ঘটে।

এতে টিনের ঘরের চাল, এঙ্গেল ভেঙ্গে গিয়ে ঘরে খাঁটের উপর পড়েছে। এ সময় ঘরের ভেতর খাঁটে ঘুমিয়ে থাকা এক দম্পতি ও তাদের এক শিশু সন্তান আহত হয়েছেন। পরে তাদের স্বজনরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহতদের মধ্যে স্থানীয় সিদ্দিকুর রহমানের স্ত্রী রত্না আক্তার (৩৪) ও ছোট ছেলে আব্দুর রহমান আউফ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় এবং বাড়ির মালিক সিদ্দিকুর রহমানকে (৫০) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ভবনমালিক আবু সাদেক দোলন জানান, 'প্রটেকশন ছিল যা ঝড়ে দূরে নিয়ে গেছে। এটি একটি দুর্ঘটনামাত্র। আমি তাদের চিকিৎসা নিয়ে হাসপাতালে ব্যস্ত আছি।'

সদর থানার ওসি রাফিউল করিম রাব্বী জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে