সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

গাবতলীর ৩১৬ বছরের ঐতিহ্যবাহী সোন্দাবাড়ী মাদ্রাসা পরিদর্শনে নান্নু এমপি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
বগুড়ার গাবতলীতে ঐতিহ্যবাহী সোন্দাবাড়ী দারুল হাদিস রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন ডা. মোস্তফা আলম নান্নু এমপি -যাযাদি

বগুড়া গাবতলীর ৩১৬ বছরের ঐতিহ্যবাহী সোন্দাবাড়ী দারুল হাদিস রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা অত্যাধুনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়া- ৭ আসনের সংসদ অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জাতীয় সংসদ থেকে শুরু করে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে জোর তদবির করছেন এই মাদ্রাসার উন্নয়নের জন্য। এরই অংশ হিসেবে রোববার মাদ্রাসাটি পরিদর্শন করেছেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মোহাম্মাদ কাউসার, ইউএনও নুসরাত জাহান বন্যা, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার নাইম হোসেন, মাঠকর্মী মোহাম্মাদ জাহিদ, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভুলন, সরদার আতিকুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান টুকু, আনিছুর রহমান তারা, আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ওয়ার্ড আ'লীগের সভাপতি আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে