সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বর্তমান সরকার দেশের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করছে

-নুরুল ইসলাম নাহিদ
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের চেক বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি -যাযাদি

সিলেট-৬ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'শেখ হাসিনা সরকার বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। এরই লক্ষে দেশের রোগাক্রান্ত মানুষকে আর্থিক সহায়তা প্রদান হচ্ছে।'

রোববার সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় ৬০ জন কঠিন রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে