শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ৩১ মার্চ ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

পোশাক বিতরণ

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজারে 'এইডিং হিউম্যানিটি টুগেদার ইউ এস'র উদ্যোগে ও সৈয়দ সামছুল ইসলামের তত্ত্বাবধানে রমজানের উপহার হিসেবে এতিম মাদ্রাসার ছাত্রদের মধ্যে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। শনিবার মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের লামুয়া হাজী আব্দুল গফুর ইসলামী কমপেস্নক্স এসব পাঞ্জাবি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, গোরারাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, ৬নং ওর্য়াড সদস্য জুনাইদ আহমেদ, আল ফালাহ মাদ্রাসার শিক্ষক মুফতী ওযীরুল ইসলাম, আব্দুল গফুর এতিমখানার সভাপতি জসিম উদ্দিন, রিপন আহমেদ, সৈয়দ মাজিদুল ইসলাম প্রমুখ।

দোয়া মাহফিল

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশন'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চাতরী চৌমুহনী দাওয়াত রেস্টুরেন্টে অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আরিফ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ কারী ইসহাক'র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশন'র সভাপতি হাফেজ মাওলানা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশন'র মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউসুফ সানভী, যুগ্ম মহাসচিব মাওলানা মনজার হালিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক।

দোয়া অনুষ্ঠান

ম গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রতিবন্ধীদের কল্যাণে নিবেদিত বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচডিও)'র উদ্যোগে শুক্রবার বরিশালের গৌরনদীতে প্রতিবন্ধীদের সম্মানে এক ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির সাধারণ সম্পাদক দৃষ্টি প্রতিবন্ধী কবির হাওলাদারের সঞ্চালনায় ও সংস্থাটির সভাপতি এম দেলোয়ার রনি'র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ অর্ধশতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী উপস্থিত ছিলেন।

চাল বিতরণ

ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ধামাইনগর ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ২ হাজার ৬ শত পরিবারের মধ্যে বিনামূল্যের ভিজিএফ'র এসব চাল বিতরণ করা হয়েছে। শনিবার ধামাইনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ভিজিএফ'র চাল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো. রোজিন পলাশ, ট্যাগ অফিসার জাহানারা খাতুনসহ সব ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদ উপহার

ম রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার ৩ শত উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ হইতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মাঠে এসব ঈদ উপহার বিতরণ করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট ড. বদিউল আলম। এতে উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, পৌর মেয়র মো. জামাল মোলস্না, উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ।

উপহার বিতরণ

ম বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে জেলা প্রশাসকের নির্দেশনায় প্রায় ৩ শত প্রান্তিক জনগণের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন উপজেলা প্রশাসন। শনিবার উপজেলা পরিষদ মাঠে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খান, থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা।

আইনশৃঙ্খলা সভা

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন থানার ওসি মো. হাদিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস অফিসার মো. শরিফুল ইসলাম, লক্ষ্ণীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, একদন্ত ইউনিয়ন চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন।

প্রশিক্ষণ কর্মশালা

ম স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলায় মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র আয়োজনে শনিবার সকালে থেকে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।

এ সময় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

ঈদ উপহার

ম স্টাফ রিপোর্টার, যশোর

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলের 'শহীদ পরিবারের' মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শনিবার এই ঈদ উপহার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে এ সময় ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল।

দোয়া মাহফিল

ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঢাকার পলটনস্থ রূপায়ণ তাজ টাওয়ারে নোয়াখালী সমিতি কার্যালয়ে সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু তালেব, সানজি গ্রম্নপের কর্ণধার, লায়ন জাহাঙ্গীর আলম মানিক, মহিলা কলেজের প্রতিষ্ঠাতা লায়ন জাহাঙ্গীর আলম মানিক, এজে আর কুরিয়ার সার্ভিসের কর্ণধার সামছুদ্দিন আহমেদ রিয়াদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম, ফারুক ভূঁইয়া।

ঈদ উপহার বিতরণ

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হতদরিদ্র পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। শনিবার মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে উপজেলার গুচ্ছগ্রামসহ আশপাশের এলাকার প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা নারী ও অসুস্থ ব্যক্তিদের মাঝে ঈদ উপহার (খাদ্যসামগ্রী) বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি। এ সময় মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আসাদুজ্জামান খন্দকার ও ইউপি সদস্য মো. আসাদুল ইসলামসহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাজের উদ্বোধন

ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর জিসি- গট্টি মাদ্রাসা মোড় পর্যন্ত সৈয়দ শাহ হামিদুলস্নাহ সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ৭ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৩ কিলোমিটার সড়ক নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি। এ সময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতবর, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন ছিলেন।

আর্থিক সহায়তা

ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

মুক্তাগাছা পৌরসভায় অবস্থিত ৮৯টি মসজিদে সরকারি অনুদান হিসেবে টিআর প্রকল্পের বরাদ্দকৃত নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ টাকা বিতরণ করে জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা পৌর সভার মেয়র মো. বিলস্নাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী, পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদু। এ সময় পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মো. সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

মোবাইল ফোন উদ্ধার

ম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড় জেলার বোদা থানায় বিভিন্ন সময় হারানো ৭০টি মোবাইল ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বোদা থানার সার্ভিস ডেলিভারি কক্ষ (গোলঘরে) সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত ২৭টি হারানো মোবাইল ফোন সেট প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। বাকিগুলো ইতোপূর্বে বিভিন্ন সময় প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মোবাইল ফোন সেটের মালিক ও উদ্ধারকারী অফিসাররা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল

ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ৫৪তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় বিকালে দাম্মামের হোটেল জুবিলীতে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় দাম্মামের পরিচালনা পর্ষদের সদস্য ইমরান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরশাদুল ইসলাম মামুন, ডা. মোস্তাফিজুর রহমান, ডাক্তার নাহিদা খানম, শিমু, মিজান উদ্দিন, প্রকৌশলী শফিকুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন, আইয়ুব হাছান, মো. লোকমান হাকিম, নজরুল ইসলাম, মাহবুবুর রহমান।

হাসির ঝিলিক

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীর ধানখোলা হাফেজিয়া মাদ্রাসা ও লিলস্নাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মুখে খুশির ঝিলিক। ওরা পেয়েছে নতুন পোশাক আর পবিত্র কোরআন মাজিদ। শনিবার সকালে মাদ্রাসা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪৭ জন শিক্ষার্থীকে এ ঈদ উপহার প্রদান করেন আমিনুর রহমান মুক্তি নামের এক স্থানীয় দানশীল ব্যক্তি। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সভাপতি শফিউর রহমান মিয়া, সাধারণ সম্পাদক মহাবুল ইসলাম, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুনুজ্জামান মোকাদ্দেস, প্রতিষ্ঠান প্রধান মুফতী মাওলানা সেলিম হুসাইন, ইমাম আব্দুল মোমিন, কোষাধ্যক্ষ আব্দুর জব্বার, ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাঈদ টোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে