সৈয়দপুর পৌর মেয়রের অপসারণ চান কাউন্সিলররা

প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ০০:০০

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতার বিচার এবং অদক্ষতার অভিযোগে তার অপসারণ চেয়ে পৌরসভার ১৪ জন কাউন্সিলর সংবাদ সম্মেলন করেছেন। শনিবার শহরের ওয়াপদা মোড় এলাকায় পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর শাহিন হোসেনের অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে প্যানেল মেয়র-১ শাহিন হোসেন বলেন, 'মেয়র রাফিকা আকতার জাহান নিজের স্বেচ্ছাচারিতা চালিয়ে অনৈতিকভাবে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, নিয়ম বহির্ভূতভাবে বাতিলকৃত জায়গার লিজ প্রদান, একজনের জমি অন্যজনকে অন্যায়ভাবে টাকার বিনিময়ে দিচ্ছেন। পৌরসভা এলাকার রাস্তা-ঘাট, নালা-নর্দমাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বন্ধ হয়ে গেছে। আমরা তার এসব অনিয়মের অভিযোগ এবং তার অপসারণ চেয়ে সরকারের উচ্চতর মহলের বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে পত্রও দিয়েছি।' সংবাদ সম্মেলনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, আফরোজা ইয়াসমিন, রুবিনা শাকিল, কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, জোবায়দুল ইসলাম মিন্টু, শাহিন আকতার, ফরহাদ হোসেন, এরশাদ হোসেন পাপ্পু, আব্দুল খালেক সাবু, মঞ্জুর হোসেন ও জোবায়দুর রহমান শাহিন উপস্থিত ছিলেন।