কিশোরগঞ্জের নিকলী উপজেলা একটি হাওড় অধু্যষিত উপজেলা। এই উপজেলার সাতটি ইউনিয়েনের মধ্যে তিনটি ইউনিয়ন নদীর তীরবর্তী এলাকায়।
এর মধ্যে দামপাড়া ইউনিয়নে গত দুই মাস ধরে শত বছরের ঐতিহ্য নৌকা তৈরি করে আসছে নৌকা ব্যবসায়ীরা। এই মৌসুমে নৌকার কারিগররা নিকলী বাহিরের উপজেলাগুলো থেকে নৌকা বানানোর জন্য দামপাড়া এসে থাকেন।
এই মৌসুমে জেলেরা কাঠের তৈরি ডিঙ্গি নৌকা, ছইয়া নৌকা, পালতোলা নৌকা ও নদীতে প্রতিযোগিতা করার জন্য নৌকা বানিয়ে থাকেন। এই সময় এলাকার নৌকার কারিগরদের রাত-দিন পরিশ্রম করতে হয়। এই দুই মাসের আয় দিয়ে তাদের ১০ মাস চলতে হয়।
কয়েকজন নৌকার কারিগরের সঙ্গে আলাপ করলে তারা বলেন, 'আমাদের বাপ-দাদাদের পেশা আমরা ছাড়তে পারি না। এর আয় দিয়ে বাকি ১০টি মাস কোনো রকমভাবে চলতে হয়।'