মেলান্দহে ভরণ-পোষণ না দেওয়ায় বাবার মামলা ছেলে কারাগারে

প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ০০:০০

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও ভরণ-পোষণ আইনে বাবার দায়ের করা মামলায় ছেলে মো. স্বপন ফকিরকে (৩০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার উজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চর পলিশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মজিদ আকন্দের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অভিযুক্ত স্বপন ফকির তার বাবা মজিদ আকন্দ ও মা মারিয়া আক্তারকে ভরণ-পোষণ না দিয়ে অত্যাচার ও নির্যাতন করে আসছেন। গত ২৭ মার্চ ভরণ-পোষণের কথা জানালে অভিযুক্ত স্বপন ফকির বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। পরে নিরুপায় হয়ে মজিদ আকন্দ বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা করেন। মামলার বাদী মজিদ আকন্দ বলেন, 'আমার সম্পদ স্বপন ভোগ করে। আমাকে কোনো টাকা-পয়সা দেয় না, চাইতে গেলে আমাকে ও আমার বউকে মারধর করে, বাড়ি থেকে বের করে দেয়। অতিষ্ঠ হয়ে মামলা করেছি।' মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ বলেন, অভিযুক্ত স্বপন ফকিরের বাবা তোফাজ্জল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।