ফরিদপুরের সালথায় 'বাঁশের বানা তৈরি করে চলে সংসার' শিরোনামে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রচারিত হওয়ার পর কারিগরদের খোঁজখবর নিতে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বালী।
শনিবার দুপুর ১২টায় উপজেলার গট্টি ইউনিয়নের দরগাহ গট্টি মালোপাড়ায় ছুটে যান ইউএনও। এ সময় তিনি পেঁয়াজ সংরক্ষণের কাজে ব্যবহৃত বাঁশের বানা তৈরির কারিগর, অসহায় জেলে সম্প্র্রদায় পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। তাদের সব ধরনের খোঁজখবর নেন এ কর্মকর্তা।
এদিকে নিউজ প্রচারের পর দ্বিগুণ বেড়ে যায় বানার দাম। নিউজ দেখে দেশের বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ চাষিরা বানা নিতে ছুটে আসেন সালথার দরগাহ গট্টি গ্রামে। দাম বাড়াতে কারিগরদের আর লোকসান গুনতে হবে না। স্বস্তি ফিরে এসেছে কারিগরদের মাঝে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বালী বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর পেঁয়াজ সংরক্ষণের বানা তৈরির কারিগরদের খোঁজখবর নিতে গট্টিতে গিয়েছিলাম। জেলা প্রশাসক স্যারের সঙ্গে আলোচনা করে বানা তৈরি করা জেলেদের মাঝে সরকারিভাবে অনুদান দেওয়া হবে।'