বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ খোকন সেরনিয়াবাতের উদ্যোগে ৩ শতাধিক দুস্থদের ইফতার সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় মেয়র খোকন দুস্থদের সহায়তায় এই ঈদে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ব্যক্তিগত উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রম্নতি দিয়ে বলেন, 'যতদিন মেয়র থাকব, ততদিন মানুষের পাশে থাকব।'
৩শ' দুস্থকে মেয়র রোজার জন্য ইফতারসামগ্রী এবং ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
নগরীর হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে আসা এক বৃদ্ধ বলেন, তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেয়ারটেকারের কাজ করেন। সিটি মেয়র রোজায় যে সহায়তা করলেন তা তার খুব উপকারে আসবে।
উপহারসামগ্রী প্রদানকালে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম, সাবেক সভাপতি রেজাউল হক হারুন, বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খান মো. মোর্শেদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, কাউন্সিলর শাকিল হোসেন পলাশ, ইশরাত জাহান ও রেশমি বেগম প্রমুখ।