পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বসতবাড়িতে হামলা করা হয়েছে। উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর এলাকায় আনছার উদ্দিন মোলস্নার বসতবাড়িতে রোববার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে তার পরিবারের সদস্যসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় সোমবার চেয়ারম্যানের বাসভবনে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সময় লিখিত বক্তব্যে চেয়ারম্যান আনসার উদ্দিন মোলস্না বলেন, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ফরাজী ও লতাচাপলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলম ফকিরের নেতৃত্বে ৪০/৫০ জনের একদল সন্ত্রাসী এ হামলা চালায়।
সংবাদ সম্মেলনে আনছার মোলস্না বলেন, গত ৭ ফেব্রম্নয়ারি আমি ও আমার স্ত্রী হামলার শিকার হয়েছি। এ মামলার প্রধান আসামি নজরুল ফকির ও তার ভাগ্নে রিয়াজকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোলস্নার বাসায় হামলার বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।