বরকলে আগুনে পুড়ে ছাই বিদ্যালয়
প্রকাশ | ৩০ মার্চ ২০২৪, ০০:০০
বরকল (রাঙামাটি) প্রতিনিধি
বরকল উপজেলাধীন সীমান্তবর্তী বড়হরিণা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাঙাপানিছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে আগুনে পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে।
এলাকার ওয়ার্ড মেম্বার সত্যবাঁশি চাকমা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজ পংখু চাকমা জানান, সামনের বিজু উৎসবকে ঘিরে ছোট ছোট ছেলেমেয়েরা পটকাবাজি ফুটিয়ে উৎসব করছে সীমান্ত এলাকায়। সেই পটকাবাজির আগুনে রাঙাপানিছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টায় সম্পূর্ণ পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। এতে বিদ্যালয়ের টেবিল-চেয়ার, আলমিরা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা বলেন, রাঙাপানি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুড়ে গেছে বলে তিনি শুনেছেন। তিনি সেখানে গিয়ে বিষয়টি সরেজমিন পরিদর্শন করবেন। কিভাবে দ্রম্নত বিদ্যালয়টি নতুন ভাবে করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।