সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০
প্রতিনিধি
বৃত্তি প্রদান
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে 'হিরো উমেন স্কলারশিপ'র বৃত্তি প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে বৃত্তির টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মোছা. মনোয়ারা খাতুন, কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত ও সুফিয়া খাতুন প্রমুখ।
ইফতার মাহফিল
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড সাইন বোর্ড বাদেকলমেশ্বর মধ্যপাড়া বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক কাউন্সিলর আব্দুলস্নাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে এবং গাছা থানা আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন মন্ডলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আজমত উলস্না খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহি, সম্পাদক, হাজী আহসান হাবিব আদম আলী।
অবহিতকরণ সভা
ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে সার্বজনীন পেনশন স্কিম ও সেবা কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী নেতারা ও অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ।
বার্ষিক উরস
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে খলিফা হযরত মীর মোহাম্মদ অলি উলস্নাহ মাইজভান্ডারী শাহ শাহেব (রহঃ)-এর ৬৫তম খোশরোজ শরিফ অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি নানুপুর রওজা শরিফ প্রাঙ্গণে মহাসমারোহে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরিফ, খতমে তাউয়ালস্নাদ শরিফ, মিলাদ মাহফিল, আলোচনা সভা, মাহফিল, চাল বিতরণ, তাবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উরস শরিফে এন্তেজামেয়া কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ বাকেরের সভাপতিত্বে অতিথি ছিলেন মির্জাপুর দরবার শরিফের সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসেন মির্জাপুরি, ফরহাদাবাদ দরবার শরিফের পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী প্রমুখ।
বরণ অনুষ্ঠান
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার ও থানার অফিসার ইনচার্জ এনামুল হককে কেন্দুয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাব ভবনে সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইউএনও ইমদাদুল হক তালুকদার, ওসি এনামুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাবেক সম্পাদক সেকুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
দোয়া অনুষ্ঠিত
ম নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় জেলা মৎসজীবী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার শশা মাদ্রাসা সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। জেলা মৎসজীবী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎসজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান। এ সময় উপস্থিত ছিলেন শশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী শরীফ, জেলা মৎস্যজীবী লীগ নেতা কাজী সুমন, যুবলীগ নেতা শেখ জাহিদ প্রমুখ।
আইনশৃঙ্খলা সভা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান, ভাইস-চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ওসি জহুরুল ইসলাম, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর প্রমুখ।
ঈদ উপহার
ম শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভাগীয় পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার নাভারন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এসব বিতরণ করা হয়। নাভারন প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবু বাক্কারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপ-সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশীদ, আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক সামসুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।
আইনশৃঙ্খলা সভা
ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ মেজ বাউল আলম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার ওসি একরামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নোমান মিয়া। বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ তফসির আহমেদ তফসির, মহিলা কলেজে অধ্যক্ষ বদর উদ্দিন বদু, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ প্রমুখ।
ছাগল বিতরণ
ম নড়াইল প্রতিনিধি
নড়াইলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা নবান্নের ব্যবস্থাপনায় ১৫ জন অসহায় নারীকে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে। নবান্নর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রোকনুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য অ্যাডোকেট রওশর আরা লিলি প্রমুখ।
সার বিতরণ
ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় তালিকাভুক্ত পাট চাষিদের মধ্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, কৃষি অফিসার রাকিবুল হাসান, পাট কর্মকর্তা মিজানুর রহমান, কলমাকান্দা উপজেলার পাট কর্মকর্তা দিবাক মোলিক মুনা, বাউসী ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার প্রমুখ।
ইফতার মাহফিল
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবল, আলোয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাদল প্রমুখ।
ওপেন হাউজ ডে
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের নানা কর্মকান্ডের জবাবদিহি এবং অপরাধ নির্মূলে মতামত বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দে'র সভাপতিত্বে ও সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, এএসপি আক্কাছ আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী মহিমাগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী একপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোলস্নার সভাপতিত্বে ও উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সভাপতি সেকেন্দার আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজাওয়ানুর রহমান, মহিমাগঞ্জ মহিলা কলেজের সভাপতি গোলাম কাদির মিঠু, কামারদহ ইউপি সদস্য মিন্টু মিয়াসহ অন্যান্য নেতা।
ইফতার মাহফিল
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা সরকারি শিশু পরিবার কেন্দ্রে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শায়লা শারমিন ইলমি এ ইফতারের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, সরকারি শিশু পরিবার কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক তারেক হোসেন প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ফয়েজ আহমেদ নেত্রকোনা সরকারি শিশু পরিবার কেন্দ্রকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভা
ম ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সঙ্গে ফরিদপুরের পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, শৈলেন চাকমা, মোহাম্মদ সালাউদ্দিন, কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান, টিআই তুহিন লস্করসহ জেলা পুলিশের কর্মকর্তারা। এ সময় ফরিদপুর সাংবাদিকবৃন্দ জেলা পুলিশের বিভিন্ন কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বীজ বিতরণ
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে ক্লাস্টারভিত্তিক আউশ আবাদ বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ বিতরণ ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উত্তর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু এনায়েত উলস্নাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএলএম রেজুয়ান প্রমুখ।
সংবর্ধনা প্রদান
ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া, বীরমুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, মোমেন মিয়া, আব্দুলস্নাহ আল-মামুন, নাজিম উদ্দিন ভুঁইয়া কুসুম প্রমুখ।
সামগ্রী বিতরণ
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অসহায় মহিলা সেলাই মেশিন, দু:স্থ ব্যক্তিদের পূর্ণবাসনের লক্ষে ভ্যান গাড়ি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও ক্রীড়া সামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি থেকে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক প্রমুখ।
আইনশৃঙ্খলা সভা
ম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাকির খান মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান প্রমুখ।
\হ
ছাগল বিতরণ
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে প্রশিক্ষণ গ্রহণকারী ২০ জন মহিলাদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প 'বিডি ৪০২ এর বাস্তবায়নে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ ছাগল গুলো দেয়া হয়। বৃহস্পতিবার পৌর শহরের উৎরাইল বাজারে সংগঠনের অফিসে এ ছাগলগুলো বিতরণকালে উপস্থিত ছিলেন এলসিসি কমিটির চেয়ারম্যান রেভা. স্টিফেন আশীষ রেমা, বীর মুক্তিযোদ্ধা পাস্টার স্নিগ্ধেন্দু বাউল, এলসিসি কমিটির সদস্য সাইমন এন্টনী সাংমা, প্রকল্প ব্যবস্থাপক অনিন্দ্য ঘাগ্রা, সিনিয়র স্টাফ মিখায়েল রেমা প্রমুখ।