বগুড়ায় বিএনপি নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহিন হত্যা মামলায় আটক বগুড়া মোটর মালিক গ্রম্নপের সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার জামিন নিতে গেলে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, অ্যাডভোকেট শাহীন হত্যা মামলায় ইতিপূর্বে হাজিরা না দেওয়ায় বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উলেস্নখ্য, ২০১৯ সালের ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার নিশিন্দারা উপশহর বাজার এলাকায় দুর্বৃত্তরা বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহণ ব্যবসায়ী মাহবুব আলম শাহীনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী বাদী হয়ে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের নাম উলেস্নখ করে অজ্ঞাতসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।