মৌলভীবাজার ডিবির অভিযানে ৬ বিকাশ প্রতারক গ্রেপ্তার
প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজার বিশেষ অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকালে পৌরসভার সৈয়ারপুর এলাকার ইউকে প্রবাসী হারুন মিয়ার মালিকাধীন হারুন মঞ্জিলের ছয় তলার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার টিটুল মোলস্না টিটু (৩৬), রুবেল শেখ (৩১), সবুজ হাওলাদার (২৯), হৃদয় শেখ (২০), সাজ্জাদ হোসেন (২৫) ও একই জেলার সদরপুর থানার হাসান খালাশি (২১)।
বুধবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনজুর রহমান বলেন, 'গ্রেপ্তারদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনসহ ২১টি সচল মোবাইল সেট এবং নগদ ছয় হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়েছে।'
এ ছাড়া তাদের কাছ থেকে বিভিন্ন স্কুল-কলেজের উপবৃত্তিভোগী শিক্ষার্থী এবং বয়স্ক ভাতা ভোগীদের মোবাইল নম্বরসহ ১২ পাতার একটি তালিকা জব্দ করা হয়েছে। যে তালিকা থেকে তারা ভিকটিমদের কল দিয়ে প্রতারণা করতেন বলে জানান পুলিশ সুপার।