পটুয়াখালীতে ন্যায্যমূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রি
প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০
পটুয়াখালী প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী শহরের সোনালী ব্যাংক মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়, শেষ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে এই বিক্রয় কার্যক্রম শুরু হবে। এখান থেকে গরুর মাংস ৬৫০ টাকা কেজি, মুরগির ডিম প্রতি পিস ৯ টাকা এবং গরুর দুধ প্রতি লিটার ৬৫ টাকা দরে যে কেউ কিনতে পারবেন। বৃহস্পতিবার প্রথম দিনে ন্যায্যমূল্যে ২০০ কেজি গরুর মাংস, ১২শ' পিস ডিম এবং ৫০ লিটার দুধ বিক্রি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, 'বাজার মূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। এই ন্যায্যমূল্যের স্টল থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।'
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার, পটুয়াখালী হাঁস প্রজনন কেন্দ্রের ম্যানেজার সুকান্ত কর, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইদ হাসান উপস্থিত ছিলেন।