মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

স্বাধীনতা দিবসে উন্মুক্ত ছিল কোস্টগার্ড জাহাজ বিসিজিএস বগুড়া

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ০০:০০
স্বাধীনতা দিবসে উন্মুক্ত ছিল কোস্টগার্ড জাহাজ বিসিজিএস বগুড়া

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড পায়রা বন্দর স্টেশনের জাহাজ বিসিজিএস বগুড়া।

গত মঙ্গলবার বেলা ১২টায় প্রবেশাধিকার দেওয়া হলে বিভিন্ন শ্রেণিপেশা ও নানা বয়সের মানুষের ঢল নামে। এ সময় কোস্টগার্ড সদস্যরা বেশ আন্তরিকতার সঙ্গে আগত দর্শনার্থীদের কাছে জাহাজ পরিচালনা ও ব্যবহৃত অস্ত্র বিষয়ে ধারণা প্রদর্শন করেন।

এ ছাড়াও উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদ ও নিরাপত্তা রক্ষায় তাদের কাজের ধরন সম্পর্কে অবহিত করেন তারা। নিষিদ্ধ জাল ব্যবহার ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় জাহাজে আগত দর্শনার্থীদের প্যাকেট জুস দিয়ে আপ্যায়িত করেন কোস্টগার্ড বিসিজিএস বগুড়ার সদস্যরা। বিকেল ৫টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে