২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড পায়রা বন্দর স্টেশনের জাহাজ বিসিজিএস বগুড়া।
গত মঙ্গলবার বেলা ১২টায় প্রবেশাধিকার দেওয়া হলে বিভিন্ন শ্রেণিপেশা ও নানা বয়সের মানুষের ঢল নামে। এ সময় কোস্টগার্ড সদস্যরা বেশ আন্তরিকতার সঙ্গে আগত দর্শনার্থীদের কাছে জাহাজ পরিচালনা ও ব্যবহৃত অস্ত্র বিষয়ে ধারণা প্রদর্শন করেন।
এ ছাড়াও উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদ ও নিরাপত্তা রক্ষায় তাদের কাজের ধরন সম্পর্কে অবহিত করেন তারা। নিষিদ্ধ জাল ব্যবহার ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় জাহাজে আগত দর্শনার্থীদের প্যাকেট জুস দিয়ে আপ্যায়িত করেন কোস্টগার্ড বিসিজিএস বগুড়ার সদস্যরা। বিকেল ৫টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়।