কিশোরগঞ্জের বাজিতপুর লক্ষাধিক মানুষের বসবাস। দ্বিতীয় বারের মতো পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ বিজয়ী হওয়ার পর বাজিতপুর পৌরসভার রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন, স্যানিটেশনসহ প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার কাজ করেছেন।
গত কয়েক মাসের মধ্যে রাবারকান্দি কবরস্থান গেট ও বাউন্ডারি ওয়ালসহ রাস্তার প্রায় ১৮ লাখ টাকা, আমিনুল হক সুপার মার্কেটের ব্রিজ ২২ লাখ টাকা, ফায়ার সার্ভিস মোড় হতে চন্দ্রগ্রাম মোড়ের রাস্তা ও কালভার্ট ১৬ লাখ টাকা, দড়িকান্দি ৭৫০ মিটার রাস্তার উন্নয়ন কাজ ১ কোটি ২৮ লাখ টাকার কাজ সম্পন্ন হয়েছে।
বুধবার পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ বলেন, পৌরবাসীর নিরাপত্তা, ইভটিজিং, মাদক, স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত বন্ধের জন্য তিনি কাজ করে যাচ্ছেন।
\হতিনি বলেন, তার পৌরসভার সব পরিচ্ছন্নতা কর্মীরা এ পৌরসভার রাস্তাঘাট পরিষ্কার, ড্রেন পরিষ্কার, পৌরবাসীকে বিদু্যৎ লাইনের মাধ্যমে রাতের বেলায় নির্ভিঘ্নে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন।
তিনি আরও বলেন, দ্বিতীয় মেয়াদে পৌর মেয়র হওয়ার পর বাজিতপুর পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন।