ফটিকছড়িতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৫ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে ১২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ সময় ৮ জন ভিক্ষুককে ৮টি ভ্যান গাড়ি প্রদান করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সহজে মানুষ সরকারি সব সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালামত উলস্নাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম মুহুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজীব আচার্য, মুক্তিযোদ্ধা খায়রুল বশর প্রমুখ।