রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে (রাওয়া) পালিত হয়েছে ৫৪তম 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস'। প্রতি বছরের মতো এ বছরও রাওয়া নিজস্ব প্রাঙ্গণে উদযাপন করে ঐতিহ্যপূর্ণ এ দিবসটি। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সূচনা হয়। এ সময় রাওয়ার পতাকা ও তিন বাহিনীর পতাকা উত্তোলন করা হয়। দেশ, জাতি ও সবার মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাওয়ার পেশ ইমাম। এ সময় রাওয়ার কার্য নির্বাহী পরিষদের সদস্য এবং রাওয়া সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাওয়া কমপেস্নক্স হলে (হেলমেট) মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আগামী প্রজন্মের জন্য দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রাক্তন সেনা বাহিনী প্রধান লে. জেনারেল হারুন-অর-রশিদ (অব.), কমডোর আবদুল মমিন মিয়া (ই) (অব.) এবং এয়ার কমডোর কাজি দেলোয়ার হোসেন (অব.)। সংবাদ বিজ্ঞপ্তি