শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্ৃ্কতিক প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করে দেশের প্রথম ডিজাইন বিশেষায়িত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। ২৬ মার্চ রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি